Q&A: নেটওয়ার্ক কী, কাকে বলে? Topology

By Mehedi Hasan

Updated on:

১। নেটওয়ার্ক কী?

উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন কম্পিউটার কোন যোগযোগ ব্যবস্থার দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক প্রধানত তার দিয়ে স্থাপন এবং বেতার উভয় অবস্থায় হতে পারে।

২। নেটওয়ার্ক কয়প্রকার কী কী?

উত্তর: নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার সমূহের ভৌগোলিক অবস্থান বিবেচনা থেকে কম্পিউটার সমূহের নেটওয়ার্ক প্রধানত চার প্রকার হতে পারে।

(i) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN)

(ii) লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)

(iii) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)

(iv) ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)

৩। LAN কী?

উত্তর: লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network = LAN): সাধারণত ১০কিমি বা তার কম এলাকার মধ্যে বেশকিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়। এটি সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাসে, কোন বড় অফিস বিল্ডিংয়ে ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহার করা হয়।

৪। MAN কী?

উত্তর: মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolition Area Network-MAN): একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN বলে। এখানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা কোন কোন ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। MAN- এর উৎকৃষ্ট উদাহরণ হলো ক্যাবল টিভি নেটওয়ার্ক।

৫। WAN কী?

উত্তর: ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network = WAN): যেসব নেটওয়ার্ক দূরবর্তী স্থানসমূহের মাঝে করা হয়, তাকে ওয়াইন্ড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন: ঢাকা, চট্টগ্রাম, নিউইয়র্ক এমন তিনটি শহরের মধ্যে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয় তবে একে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা যাবে।

বেসিক নেটওয়ার্ক ইনফরমেশন এবং এর ব্যবহার – Diploma ICU
কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন কম্পিউটার কোন যোগযোগ ব্যবস্থার দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক প্রধানত তার দিয়ে স্থাপন,,,

এই নেটওয়ার্ক সিষ্টেমে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক ক্যাবল ব্যবহৃত হয়। WAN এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। WAN নেটওয়ার্ক সাধারণত ১০০ মাইলের বেশি দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে।

৬। STP কী?

উত্তর: STP ক্যাবলিং এর কপার ওয়্যারের প্রত্যেক পৃথক জোড়ার উপর মেটাল শিল্ডিং দেয়া থাকে। এ প্রকারের শিল্ডিং ক্যাবলকে বাহ্যিক EMI (Electromagnetic Interferences) থেকে রক্ষা করে।

৭। Switch কী?

উত্তর: সুইচ এবং হাব কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।

৮। Switch ও Hub এর মধ্যে পার্থক্য লিখ।

উত্তরঃ সুইচ এবং হাব কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। স্টার টপোলজিতে হাব কেন্দ্রীয় কানেকটিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।

৯। Router কী কাজে ব্যহৃত হয়?

উত্তর: এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে যুক্ত করা এবং ডেটা প্যাকেট এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে রাউট করার কাজে ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ শেয়ার করতে রাউটার বহুলভাবে ব্যবহৃত হয়। রাউটার তৈরির ক্ষেত্রে Cisco, Asus, TP-Link, Tenda বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।

১০। Mesh Topology বর্ণনা কর।

উত্তর: পরস্পর সংযুক্ত সংগঠনের নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার পারস্পরিকভাবে সংযুক্ত থাকে। এ ধরনের নেটওয়ার্কে কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। নেটওয়ার্কযুক্ত প্রত্যেক কম্পিউটার অন্য যেকোন কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত হতে পারে। এ ধরনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলা হয়।

১১। Star Topology বর্ণনা কর।

উত্তর: স্টার সংগঠনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত বা ডেটা আদান-প্রদান করতে পারে না।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার যা হোস্ট কম্পিউটারের মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে ডেটা বা সংকেত আদান-প্রদান করে থাকে। স্টার নেটওয়ার্কে হোস্ট কম্পিউটারে সমস্যা দেখা দিলে গোটা নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। কিন্তু নেটওয়ার্কভুক্ত কোন কম্পিউটারে সমস্যা দেখা দিলে নেটওয়ার্কের কাজ শুধু সমস্যাভুক্ত কম্পিউটারের ক্ষেত্রে ব্যাহত হয়।

Disclaimer: The content provided is for educational purposes only.

Thanks

মন্তব্য করুন