ইলেকট্রনিক্স সার্কিট ও সিস্টেমসমূহ দুটি প্রধান বিভাগে বিভক্ত, যথা- অ্যানালগ ইলেকট্রনিক্স ও ডিজিটাল ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এর যে শাখায় অ্যানালগ সিগন্যাল, বিভিন্ন অ্যানালগ সার্কিট এবং অ্যানালগ ডিভাইসের গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালি, ডিজাইন ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয়, তাকে অ্যানালগ ইলেকট্রনিক্স (Analog electronics) বলা হয়।
যে ইলেকট্রনিক সার্কিট অ্যানালগ সিগন্যাল প্রক্রিয়াজাত করে (Processes), তাকে অ্যানালগ সার্কিট বলে। যে ইলেকট্রনিক সিস্টেম অ্যানালগ সার্কিট এবং/অথবা ডিভাইসের সমন্বয়ে গঠিত, তাকে অ্যানালগ ইলেকট্রনিক সিস্টেম বলা হয়।
ইলেকট্রনিক্স এর যে শাখায় ডিজিটাল সিগন্যাল, বিভিন্ন ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেমের গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালি, ব্যবহার ডিজাইন সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয়, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়।
যে সিগন্যাল সময়ের সাথে অবিরত পরিবর্তন হয়, তাকে অ্যানালগ সিগন্যাল বলে। অ্যানালগ সিগন্যাল এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে-কোনো মান ধারণ করতে পারে। এ পরিবর্তনের জন্য কিছুটা সময় আবশ্যক তা যত ক্ষুদ্রই হোক না কেন। নিচের চিত্রে কয়েকটি অ্যানালগ সিগন্যাল দেখানো হলোঃ

যে সিগন্যালের দুটি মাত্র স্বতন্ত্র অবস্থা (State) থাকে একটি হাই অবস্থা (High state) বা 1 এবং অন্যটি লো অবস্থা (Low state) বা ০ এবং এক অবস্থা হতে অন্য অবস্থায় যেতে কোনো সময়ের প্রয়োজন হয় না, তাকে ডিজিটাল সিগন্যাল বলে। নিজের চিত্রে কয়েকটি ডিজিটাল সিগন্যালের নমুনা দেয়া হলোঃ

যে ইলেকট্রনিক সার্কিট ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়াজাত করে, তাকে ডিজিটাল সার্কিট বলে। যে ইলেকট্রনিক সিস্টেম ডিজিটাল সার্কিট এবং/অথবা ডিভাইসের সমন্বয়ে গঠিত, তাকে ডিজিটাল সিস্টেম বলা হয়।

ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য
- ডিজিটাল সিগন্যাল দুটি স্তরে পরিবর্তন হয়।
- এই সিগন্যালের স্তর দুটিকে লো (Low) বা 0 এবং হাই (High) বা 1 দ্বারা নির্দিষ্ট করা হয়।
- লো এবং হাই লেভেলের মান নির্দিষ্ট।
- হাই এবং লো লেভেলের মাঝে কোনো মান বিদ্যমান নয়।
- এই সিগন্যাল এক অবস্থা থেকে অন্য অবস্থায় হঠাৎ করে যায়।
- এই সংকেতের পরিমাপে অ্যানালগ সংকেতের মতো কোনো অনিশ্চয়তা বা অজানা অবস্থা থাকে না।

ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য
নিম্নে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের পার্থক্য দেখানো হলোঃ
অ্যানালগ সিগন্যাল | ডিজিটাল সিগন্যাল |
১। এই পদ্ধতিতে ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয়। | ১। এই পদ্ধতিতে সংকেতের স্তর পরিবর্তন ঘটে। |
২। Audio এবং Video Transmission এর জন্য এ ধরনের Signal বেশি উপযোগী। | ২। বিভিন্ন ধরনের Data পরিবহনের জন্য বেশি উপযোগী। |
৩। সংকেতের মানের বিভিন্নতার জন্য ভুল নির্ণয় করা কষ্টকর। | ৩। দু’টি মাত্র অবস্থা থাকায় ভুল নির্ণয় সহজ। |
৪। এই পদ্ধতিতে Signal processing এর জন্য ব্যবহৃত বর্তনীর যন্ত্রাংশ বেশ ব্যয়বহুল। | ৪। এই পদ্ধতিতে Signal processing এর জন্য ব্যবহৃত বর্তনী সহজ এবং দামও সস্তা। |
৫। অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত ডিভাইসগুলোর ত্রুটি কম হয়। | ৫। ত্রুটি বেশি হয়। |
৬। বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত কম হয়। | ৬। ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত ইনস্ট্রুমেন্টগুলো বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত বেশি হয়। |
৭। অ্যানালগ ডিভাইসগুলো অপেক্ষাকৃত ধীর। | ৭। ডিজিটাল ডিভাইসগুলো অপেক্ষাকৃত দ্রুত। |
ডিজিটাল সিগন্যালের লজিক লেভেল
ডিজিটাল সার্কিটে অবস্থাসমূহের একটি সসীম সংখ্যা, যা ডিজিটাল সিগন্যাল অধিকার করতে পারে, তাকে লজিক লেভেল বলে। ডিজিটাল সিগন্যালের দুটি স্বতন্ত্র স্তর বা স্টেট বা মান আছে।
এই স্তর দুটি হালো- ১) হাই-লেভেল ও ২) লো-লেভেল।
দুটি সিগন্যাল লেভেল High ও Low-কে আবার যথাক্রমে বাইনারি ডিজিট 1 ও 0 দ্বারা প্রকাশ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে High স্টেটকে ON বা TRUE বা ACTIVE স্টেট বলা হয় এবং LOW স্টেটকে OFF বা FALSE বা INACTIVE স্টেট বলা হয়।
ডিজিটাল সিস্টেমে দুই পদ্ধতিতে লজিক লেভেল প্রকাশ করা হয়, যথা-

১। যে লজিক সিস্টেমে উচ্চতর লেভেলকে High বা 1 দ্বারা এবং নিম্নতর লেভেলকে Low বা 0 দ্বারা নির্দেশ করা হয়, তাকে পজিটিভ লজিক সিস্টেম (Positive logic system) বলে।
২। যে লজিক সিস্টেমে উচ্চতর লেভেলকে Low বা 0 দ্বাবা এবং নিম্নতর লেভেলকে High বা 1 দ্বারা নির্দেশ করা হয়, তাকে নেগেটিভ লজিক সিস্টেম (Negative logic system) বলে।
অধিকাংশ ডিজিটাল পদ্ধতিতে পজিটিভ লজিক সিস্টেম ব্যবহার করা হয়।
ডিজিটাল সিগন্যালের ডিসি ভোল্টেজ লেভেল
ডিজিটাল সিগন্যালের স্বতন্ত্র দুটি লজিক লেভেলের জন্য ডিসি ভোল্টেজের মান স্থির না হয়ে ভোল্টেজের একটি সীমিত রেঞ্জ দ্বারা প্রকাশ করা হয়। হাই-লেভেলের (High level) জন্য একটি ভোল্টেজ রেঞ্জ এবং লো-লেভেলের জন্য একটি ভোল্টেজ রেঞ্জ নির্ধারিত থাকে। অধিকাংশ ডিজিটাল সিস্টেমে পজিটিভ লজিক ব্যবহার করা হয়।
হাই-লেভেল ও লো-লেভেলের জন্য ভোল্টেজ রেঞ্জ সকল প্রকার সার্কিটে একইরূপ হয় না এবং ভিন্ন লজিক ফ্যামিলির জন্য ভিন্ন ভিন্ন হয়।
পজিটিভ লজিক সিস্টেমে TTL ডিজিটাল বর্তনীর State 1 বা High লজিক লেভেল ভোল্টেজ রেঞ্জ 2V থেকে 5V এবং State 0 বা Low লজিক লেভেল ভোল্টেজ রেঞ্জ OV 0.8V। 0.8V থেকে 2V এর মধ্যবর্তী ভোল্টেজ এর মান লজিক লেভেল প্রকাশের জন্য গ্রহণ করা হয় না।

আবার, CMOS সার্কিটের পজিটিভ লজিক সিস্টেমে OV থেকে 1.5V পর্যন্ত Low level বা State 0 এবং 3.5V থেকে 15V পর্যন্ত High level বা State 1 প্রকাশ করে। 1.5V থেকে 3.5V এর মধ্যবর্তী ভোল্টেজ লজিক লেভেল প্রকাশের জন্য ব্যবহার করা হয় না।

Disclaimer
The content provided is for educational purposes only. While efforts have been made to ensure accuracy, some information may be sourced from external websites. Please contact us if you find any mistakes.