ওএমআর (OMR)
(Optical Mark Reader): অপটিক্যাল মার্করিভার হলো বিশেষ ধরনের ফর্মের বা কাগজের উপর স্থাপিত পেন্সিলের দাগ অনুধাবন করতে পারে। ফর্মটিতে অসংখ্য খালিঘর (যেমন-ডিম্বাকার, বর্গাকার) পূর্বে যেভেদ্র প্রিন্ট করা থাকে। যেমন অবজেকটিভ টাইপ উত্তরপত্রের ক্ষেত্রে দেখা যায়, একটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর থাকে, যাদের প্রত্যেকের জন্য একটি করে সারিতে চারটি করে ডিম্বাকার ঘর থাকে।

যতগুলো প্রশ্ন থাকে, ঠিক ততগুলো সারি থাকে। প্রতিটি সারি হতে একটি ডিম্বাকার খালি ঘর গ্রাফাইট কার্বন পেন্সিল হারা ভরাট করে উত্তরপত্রটিকে ওএমআর মেশিনে পড়ানো হয়। এখানে ওএমআর মেশিন কার্বন পেন্সিল দ্বারা ভরাটকৃত ঘরগুলো অনুধাবন করার পর তাদেরকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে কম্পিউটারে পাঠায়। এটির মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা যায়।
ওসিআর OCR(Optical Character Recognition)
অপটিক্যাল স্ক্যানিং মেকানিজম অনুসরণ করে কাগজের উপর আলফাবেটিক এবং নিউমেরিক অক্ষরগুলোকে ইনপুট ডাটা হিসাবে অপটিক্যাল ক্যারেক্টার বা OCR রিডার দ্বারা সনাক্ত করানো হয়।

হাতের লেখা বা টাইপরাইটার দ্বারা অঙ্কিত অক্ষরগুলোকে OCR রিডার দ্বারা রিড করানো হয়। কিন্তু টাইপরাইটার দ্বারা অঙ্কিত অক্ষরগুলো রিড করানোর জন্য একটি বিশেষ ধরনের ফল্ট অনুসরণ করা হয়।এ ফন্টকে ওসিআর ফন্ট বলা হয়।

কাগজের উপর অঙ্কিত অক্ষরগুলোকে OCR রিডারের মাধ্যমে স্ক্যান করানোর পর ওসিআর রিডার ও অক্ষরগুলোকে কম্পিউটারে সংরক্ষিত অক্ষরগুলোর সাথে তুলনা করে। যদি কাগজের উপর অঙ্কিত অক্ষরগুলো এবং কম্পিউটার সংক্ষিত অক্ষরগুলো হুবহু মিলে যায়, তাহলে ওসিআর রিডার অক্ষরগুলোকে রিড করবে কিন্তু তা না হলে কাগজটি বাতিল করবে।
নমুনাস্বরূপ নিচে কিছু ওসিআর ফন্ট রিডার অক্ষরগুলোকে রিড করবে কিন্তু তা না হলে কাগজটি বাতিল করবে। নমুনাস্বরূপ ওসিআর মেশিন দেখানো হলো। ওসিআর দ্বারা কেবলমাত্র হাতের লেখা কিংবা টাইপ রাইটার দ্বারা অঙ্কিত ক্যারেক্টারকে রিড করা যায়। ওসিআর সিস্টেমটি সরল এবং এতে খরচ কম হয়।
আইসিআর ICR(Intelligent Character Recognition)
ICR হলোIntelligent Character Recognition. এটি আসলে অ্যাডভ্যান্স অপটিক্যাল ক্যারেক্টর রিকগনেশন। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটি হ্যান্ড রাইটিং Recognition System, যা হাতের লেখা অক্ষর নির্ভুলভাবে কম্পিউটার দ্বারা সনাক্ত করতে সাহায্য করে। বেশিরভাগ ICR সফটওয়্যারই একটি নিউরাল নেটওয়ার্কের মত স্বয়ংক্রিয়ভাবে নতুন হাতের লেখার ধরণ সনাক্ত করতে পারে এবং তা স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজ আপডেট করতে পারে

হাতে রেখা প্রিন্টেড ডকুমেন্ট এর অক্ষর সনাক্ত করার ক্ষেত্রে এটি বিভিন্ন স্ক্যানিং ডিভাইসের সক্ষমতা বৃদ্ধি করে। হাতের লেখা সনাক্ত করনের ক্ষেত্রে ICR এর সক্ষমতা, পুরোপুরি সঠিক না হলেও 97% পর্যন্ত সঠিক ফলাফল পাওয়া যায়। এটিতে ব্যাংকিং সিস্টেম ব্যবহার করা হয়। এটি দামেও সস্তা।
এমআইসিআর (MICR)
Magnetic ink Character Recognition পদ্ধতিতে একটি বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করে মানুষের গঠনযোগ্য অক্ষরগুলোকে ডকুমেন্টের উপর প্রিন্ট করানো হয়। একটি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার এ সমস্ত অক্ষরগুলোকে সনাক্ত করতে পারে।

উদাহরণস্বরূপ ব্যাংকের একটি চেক-এর ক্ষেত্রে দেখা যায়, চেকটির নিচে ব্রাঞ্চ, একাউন্ট নম্বর এবং চেক নম্বর চুম্বকীয় কালি দ্বারা টাকার পরিমাণটি প্রিন্ট করে থাকেন। চেকটিকে একটি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার দ্বারা পড়ানো হয়, যা চুম্বকীয় কালিযুক্ত অক্ষরগুলোকে চিনতে পারে।

বিসিআর (Bar Code Reader)
বার কোড রিডার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। এটি লেজার রশ্মি ব্যবহার করে যেকোন পণ্যের উপরের বারকোড স্ক্যান করতে পারে। স্ক্যান করার পর তা কম্পিউটারের ডাটাবেজের সাথে প্রসেসিং করার মাধ্যমে কাজ করে। এটি অনেকটা হ্যান্ড হেল্ড স্ক্যানারের মতো কাজ করে।

Disclaimer
The content provided is for educational purposes only. While efforts have been made to ensure accuracy, some information may be sourced from external websites. Please contact us if you find any mistakes or read our DMCA.